ঈদযাত্রা
ট্রেন ও বাস টার্মিনালে নেই চিরচেনা ভিড়, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০১:৪৫ PM

ঈদযাত্রার তৃতীয় দিনে ট্রেন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ গত দুই দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে নেই সেই চিরচেনা ভিড়। ফলে স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ।
সরেজমিন কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, বুধবার (২৬ মার্চ) সকাল থেকে কোনোরকম শিডিউল বিপর্যয় ছাড়াই সব কটি ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে।
এদিকে, গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। যাত্রীর চাপ সামান্য বাড়লেও কাউন্টারে ভিড় নেই। ঈদের সেই চিরচেনা ভিড় না থাকায় যাত্রীরাও তাই ভাড়া নিয়ে দাম-দর করারও সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল অপেক্ষমাণ রয়েছে ১৭৫টি লঞ্চ। আজ থেকে যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু করবে লঞ্চগুলো।