এক মাসে বিদ্যুৎ বিল ৩ হাজার ৪১৯ কোটি টাকা, হাসপাতালে বাড়িওয়ালা

বিদ্যুতের বিল এসছে ৩,৪১৯ কোটি টাকা
বিদ্যুতের বিল এসছে ৩,৪১৯ কোটি টাকা  © প্রতীকী ছবি

এক মাসে বিদ্যুতের বিল এসেছে ৩ হাজার ৪১৯ কোটি টাকা! বিদ্যুতের এই বিল দেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গোয়ালিয়রের শিববিহার কলোনির বাসিন্দা প্রিয়ঙ্কা গুপ্তর বাড়িতে জুলাই মাসে বিদ্যুতের বিল দেখেই আশ্চর্য বাড়ির সকল সদস্য। ৩ হাজার ৪১৯ কোটি টাকার বিদ্যুৎ খরচ হয়েছে। ভুল দেখছেন কি না, সেটা বুঝতেই বার বার বিল পড়ে দেখেন পরিবারের সবাই।

তার পর থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রিয়ঙ্কার শ্বশুরমশাই। প্রিয়ঙ্কার স্বামী সঞ্জীব তাঁর বাবার অসুস্থতার জন্য বিদ্যুৎ দফতরের ভুল বিলকে দায়ী করেছেন। এ খবর ছড়াতেই টনক নড়ে মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানির (এমপিএমকেভিভিসি)।

আরও পড়ুন: এক বিশ্ববিদ্যালয়ে এক বছরে বিদ্যুৎ বিল ৮৮ লাখ টাকা!

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ দফতর থেকে জানানো হয়, কোনো কর্মীর ভুলেই এমনটা হয়েছে। সাথে সাথেই নতুন আরেকটি বিল তৈরি করা হয়। নতুন বিলে  বিদ্যুতের খরচ ১,৩০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে। নতুন বিল পেয়ে কিছুটা ধাতস্থ হয়েছে প্রিয়ঙ্কার পরিবার। তবে অসুস্থ বৃদ্ধকে নিয়ে চিন্তিত তাঁরা।

বিদ্যুৎ পরিবহণ কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার নিতিন মঙ্গলিক বলেন,‌ ‘কোনও কর্মীর ভুলে এই কাণ্ড ঘটে গিয়েছে। এ জন্য আমরা দুঃখিত।’ এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমান সিংহ তোমর জানান, ‘যে কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন তাঁকে চিহ্নিত করা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence