হিমাচলে খাদে পড়ল বাস, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৯
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ১২:১১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২২, ০১:৩৬ PM
ভারতের হিমাচল প্রদেশের কুল্লু এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে স্কুল শিক্ষার্থীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ বলেন, বাসটি সাইঞ্জ-এর দিকে যাচ্ছিল। সেটি জাঙলা গ্রামের কাছে একটি খাদে পড়ে যায় সকাল সাড়ে আটটার দিকে। জেলা কর্মকর্তা এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনা যখন ঘটে তখন ওই বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে টুইট করে জানানো হয়, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে।
টুইটে বলা হয়, হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় নিহতদের জন্য ২ লাখ রুপি করে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যারা আহত হয়েছেন তারা পাবেন ৫০ হাজার রুপি।