সৌদিতে হজ করতে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২২, ১২:১৮ AM , আপডেট: ২৭ জুন ২০২২, ০১:০২ AM
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ভিক্ষা করার অভিযোগে বাংলাদেশি এক হজযাত্রীকে আটক করেছে দেশটির পুলিশ। পরে মুচলেকা দিয়ে ওই হজযাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় যে হজ এজেন্সির মাধ্যমে ওই হজযাত্রী সৌদিতে এসেছিলেন তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
আটক হওয়া ওই ব্যক্তির নাম মতিয়ার রহমান। তিনি বাংলাদেশের ধানসিঁড়ি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে।
শনিবার ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের মালিক মো. আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ধর্ম বিষক মন্ত্রণালয়।
নোটেশে বলা হয়েছে, আপনার এজেন্সির মাধ্যমে মতিয়ার রহমান নামে এক হজযাত্রী গত ২২ জুন সৌদি আরবে আসেন। তিনি ছিনতাইয়ের শিকার হওয়ার নাটক করে ভিক্ষা করার সময় মদিনার পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এতে আরও বলা হয়, আমরা জানতে পেরেছি ওই হজযাত্রীকে গাইড করার মতো কোনো মোনাজ্জেম ছিল না। এমনকি তার থাকার জন্য হোটেল কিংবা কোনো বসতবাড়িও ছিল না। যা হজযাত্রী পরিবহন আইনের পরিপন্থী। এই ঘটনার আপনার প্রতিষ্ঠানে বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা তিন কার্য দিবসের মধ্যে লিখিতভাবে ধর্ম মন্ত্রণালয়ের জানানোর নির্দেশ দেওয়া হলো।