টেক্সাসের স্কুলে শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যাকারী কে ওই তরুণ?

সালভাদর রামোস
সালভাদর রামোস  © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন শিক্ষকও রয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ১৮ বছরের এক তরুণ।ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ‘ডেইলি মেইল অনলাইনের’ এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্কুলে হামলা চালানো বন্দুকধারী ওই তরুণের নাম সালভাদর রামোস বলে জানা গেছে। 

তার জন্ম আমেরিকার উত্তর ডাকোটা স্টেটে। তবে তিনি টেক্সাসের উভালদে শহরেই থাকতেন। সে আগে এই স্কুলেরই ছাত্র ছিল বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।

এদিকে, রামোসের হাই স্কুলের এক বন্ধু জানিয়েছেন, রব এলিমেন্টারি নামের ওই স্কুলে পড়ার সময় রামোসকে তার পোশাক এবং পরিবারের আর্থিক অবস্থা নিয়ে উত্যক্ত করা হতো।

জানা গেছে, রামোস ওয়েন্ডিস নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে সহকর্মীরা তাকে শান্ত প্রকৃতির তরুণ হিসেবেই জানত। 

সূত্র: ডেইলি মেইল অনলাইন


সর্বশেষ সংবাদ