কোরআন পোড়ানোয় সুইডেনে বিক্ষোভ

  © ডয়চে ভেলে

পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনাকে ঘিরে সুইডেনের অন্তত সাতটি শহরে বিক্ষোভ এবং পরে সেই  বিক্ষোভ রূপ নেয় দাঙ্গায়৷ ননকোপিং শহরে বিক্ষোভকারীদের হামলার মুখে পুলিশ গুলি চালালে তিনজন আহত হয়৷ আহতদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ৷

গতকাল রবিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘তিনজনের গায়ে গুলি (রিকোশেটস) লেগেছে বলে ধারণা করা হচ্ছে৷ তাদেরকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷ আহত তিনজনকেই অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে৷'

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন ইতিমধ্যে সহিংস এ ঘটনার নিন্দা জানিয়েছেন৷

সুইডেনের সংবাদ সংস্থা টিটির খবর অনুযায়ী, শুক্রবার রাজধানী স্টকহোমের কাছের শহর রিঙ্কেবিতে উগ্র ডানপন্থি দল হার্ড লাইন-এর নেতা রাসমুস পালুদান পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দিয়েছেন- এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

সেদিন সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোয় বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়৷ পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিক্ষুব্ধরা পুলিশের চারটি গাড়িও পুড়িয়ে দেয়৷

পরে আরও অন্তত ছয়টি শহরে রাসমুস পালুদান এবং তার দল হার্ড লাইনের বিরুদ্ধে বিক্ষেভ হয়৷

এদিকে, আজ সোমবার (১৮ এপ্রিল) পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, ড্যানিশ-সুইডিশ বংশোদ্ভূত রাসমুস পালুদানের কোরআন পোড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের মধ্যে আটজন নরকোপিংয়ের, বাকি ১৮ জন লিঙ্কোপিং শহরের৷

সূত্র: ডয়চে ভেলে বাংলা


সর্বশেষ সংবাদ