পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন ইমরান খান

ইমরান খান
ইমরান খান   © সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন ইমরান খান। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত এ পদে বহাল থাকছেন তিনি। খবর জিও নিউজ।

জানা গেছে, পাকিস্তানের সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ১৫ দিনের জন্য ইমরান খান প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট আরিফ আলভী টুইট বার্তায় জানিয়েছেন, ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ২২৪-এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান আহমেদ খান নিয়াজি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

আরও পড়ুন : শাহবাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করল বিরোধীরা

তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর কিভাবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট কোন ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ায় সোমবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। 

প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আদালতের আদেশের আওতায় নিয়ে আসা হবে। 

 


সর্বশেষ সংবাদ