নারীশিক্ষা স্থায়ীভাবে বন্ধ রাখতে পারবে না তালেবান: মালালা

কাতারের দোহা ফোরামে উপস্থিত ছিলেন মালালা ইউসুফজাই
কাতারের দোহা ফোরামে উপস্থিত ছিলেন মালালা ইউসুফজাই  © আল জাজিরা

শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই বলেছেন, ‘আফগানিস্তানে নারীশিক্ষায় তালেবানের নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হবে না। আফগানিস্তানের নারীরা এখন জানে, ক্ষমতায়ন কী।’ এ জন্য তালেবান নারীশিক্ষা স্থায়ীভাবে বন্ধ রাখতে পারবে না বলে মনে করেন তিনি।

কাতারের দোহা ফোরামে শনিবার মালালা এমন কথা বলেন বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। মালালা ইউসুফজাই বলেন, ‘১৯৯৬ সালে নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা দেওয়া তালেবানের জন্য সহজ ছিল। কিন্তু এখন এটা কঠিন। আফগানিস্তানের নারীরা জানে, ক্ষমতায়নের মানে কী।’

মালালা আরও বলেন, ‘নারীশিক্ষায় নিষেধাজ্ঞা দিয়ে রাখা তালেবানের জন্য আগের চেয়ে কঠিন হবে। এই নিষেধাজ্ঞা স্থায়ী হবে না।’

আরো পড়ুন: স্কুলে যাওয়ার দাবিতে কাবুলে মেয়েদের বিক্ষোভ

উল্লেখ্য, গত সপ্তাহে তালেবান সরকার মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুললেও কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দেয়। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকার সময় নারীশিক্ষা বন্ধ করে দেয়। পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে তারা ক্ষমতাচ্যুত হন। পরে গত বছরের আগস্টে মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেয়া হলে ক্ষমতায় ফেরে তালেবান।


সর্বশেষ সংবাদ