অর্থের বিনিময়ে ইউক্রেনেকে যুদ্ধের ট্যাংক দিল রুশ সেনা!

যুদ্ধের ট্যাংক
যুদ্ধের ট্যাংক  © সংগৃহীত

এক রুশ সেনা অর্থের বিনিময়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে ট্যাংক সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দিয়েছেন। খবর ডেইলি সাবাহর।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির দাবি, ১০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি ট্যাংক সরবরাহ করেছে এক রুশ সেনা।

আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য নোবেল পুরস্কার বিক্রি করবেন রুশ নোবেল বিজয়ী

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে ভিক্টর আন্দ্রুসিভ নামের এক রুশ সেনা দাবি করেছেন, মিশা (মিখাইল নামের সংক্ষিপ্ত রূপ) নামের এক রুশ সেনা এ ঘটনায় জড়িত। মিশা স্বেচ্ছায় ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি ট্যাংক সরবরাহ করেছেন।

ভিক্টর আন্দ্রুসিভ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় বলেন, মিশা কিছু দিন আগে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ট্যাংক সরবরাহের বিষয়ে বলেন। পরে এ ঘটনা ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের নজরে আসে। এমনকি ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগের প্রধানও এ বিষয়টি জানতেন। পরে ওই রুশ সেনা যখন ইউক্রেনীয় সেনাবাহিনীকে ট্যাংক দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছেন, তখন তাকে গ্রেফতার করে ইউক্রেনের বিশেষ বাহিনী।


সর্বশেষ সংবাদ