স্কুলে নাও ফিরতে পারে এক কোটি ১০ লাখ মেয়ে : ইউনিসেফ

করোনার কারণে এক কোটি ১০ লাখ মেয়ে স্কুলে নাও ফিরতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ
করোনার কারণে এক কোটি ১০ লাখ মেয়ে স্কুলে নাও ফিরতে পারে বলে জানিয়েছে ইউনিসেফ  © ইউনিসেফ

করোনাভাইরাস মহামারির পরিস্থিতির পরে বিশ্বব্যাপী স্কুলে না ফেরার শঙ্কা রয়েছে অন্তত এক কোটি ১০ লাখের মেয়ের। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে মঙ্গলবার (৮ মার্চ) সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে আগামী এক দশকে অন্তত এক কোটি মেয়ে বাল্যবিয়ের ঝুঁকিতে আছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ক্যাথরিন রাসেল বলেন, ‘করোনা মেয়েদের জীবন ধ্বংস করছে। স্কুল বন্ধ হওয়া, আর্থিক চাপ ও পরিষেবায় ব্যাঘাতের কারণে মেয়েদের স্বাস্থ্য, সামগ্রিক কল্যাণ ও ভবিষ্যত ঝুঁকিতে ফেলে দিয়েছে। সারা বিশ্বে এক কোটি ১০ লাখের বেশি মেয়ে করোনাভাইরাস মহামারির পর আর নাও ফিরতে পারে স্কুলে।’ 

আরো পড়ুন: ‘যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী’ অ্যাওয়ার্ড পাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান

ক্যাথরিন রাসেল আরও বলেন, ‘লকডাউন শিশুদের বেশি সময় বাড়িতে কাটাতে বাধ্য করেছে। সেজন্য গৃহস্থালি কাজের দায়িত্ব মেয়েদের নিতে হয়। অনেক মেয়ে তাদের ওপর নির্যাতনকারীর সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। তাদের সুরক্ষার জন্য সহায়ক হয়, এমন সেবা ও সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন থাকছে। যৌন সহিংসতা ও লিঙ্গভিত্তিক অসমতা বাড়ছে।’

বিবৃতিতে মেয়েদের বৈশ্বিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে মহামারি মোকাবিলা ও পুনরুদ্ধার পরিকল্পনায় রাখার আহ্বানও জানান ক্যাথরিন। তিনি বলেন, ‘মেয়ে শিক্ষা পুনরায় শুরু করতে স্কুলগুলো খোলা রাখা ও যারা পিছিয়ে পড়েছে তাদের ঘাটতি পূরণে প্রয়োজনীয় সম্পদে বিনিয়োগ বাড়াতে হবে।’


সর্বশেষ সংবাদ