নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

বিএসএফ
বিএসএফ  © সংগৃহীত

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিজেদের মধ্যে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি।

রোববার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ জওয়ানের একজন রোববার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে হামলাকারী জওয়ান নিজেও নিহত হন। তবে হামলাকারী জওয়ান কী আত্মহত্যা করেছেন নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আরও পড়ুন: পরিবর্তন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতি

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে বিএসএফের ছাউনির ভেতরেই। বাহিনীর সশস্ত্র জওয়ানদের নিজেদের মধ্যে গুলির লড়াই বিএসএফ কর্তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ এর আগেও এ ধরনের একাধিক রক্তপাতের ঘটনা ঘটেছে।

সীমান্ত পাহারার দায়িত্বপ্রাপ্তরা নিজেরাই বন্দুকযুদ্ধে প্রাণ হারানোর বিষয়টি নিয়ে বহুদিন ধরেই বাহিনীর ভেতরে আলোচনা চলছিল। মনস্তত্ত্ববিদদের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেও এমনই এক ঘটনায় গোলাগুলিতে দুই জওয়ান প্রাণ হারান। জখম হন আরও একজন।


সর্বশেষ সংবাদ