টিকা না নেয়ার কারণ জানালেন জোকোভিচ
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৫ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ AM
টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। তবে করোনা ভাইরাসের টিকা না নেয়ার কারণে সম্প্রতি তাকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেয়া হয়নি। এসব বিষয় নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলেছেন এই তারকা।
জোকোভিচ জানান, করোনাভাইরাসের টিকার বিরোধী তিনি নন। তবে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী তিনি। টিকা না নেয়ার কারণে যদি তাকে ফ্রেঞ্চ ওপেন রবং উইম্বলডন খেলতে না দেয়া হয় তাহলে তিনিও খেলার আগ্রহ দেখাবেন না।
অস্ট্রেলিয়স থেকে তাকে বের করে দেয়া প্রসঙ্গে জোকোভিচ জানান, সম্প্রতি তিনি করোনামুক্ত হয়েছেন। তার এই মুহূর্তে টিকা না নেয়ার অনুমতি পত্র ছিল। তবে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী তার ব্যক্তিগত সিদ্ধান্তে আমার ভিসা বাতিল করেছেন।
জোকোভিচ আশা প্রকাশ করে বলেন, আগামীতে কিছু টুর্নামেন্টে করোনা টিকা নেয়ার বাধ্যবাধকতা থাকবে না। তবে তাকে যদি টিকা নিতে বাধ্য করা হয় তাহলে সবচেয়ে বেশি গ্রান্ডস্ল্যাম জেতার স্বপ্ন বিসর্জন দিতে তিনি কারপন্য করবেন না।
তিনি আরও বলেন, সুস্বাস্থ্য, সুস্থতা এবং পুষ্টি ইত্যাদি বিষয়গুলোকে এখন গুরুত্ব দিচ্ছি। ঘুমের প্যাটার্ন পরিবর্তন করে তিনি যে উপকার পেয়েছেন সেটি তাকে ভ্যাকসিন না নিতে অনুপ্রাণিত করেছে।
সূত: বিবিসি বাংলা।