বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের পরামর্শ

ইউক্রেন ত্যাগের পরামর্শ
ইউক্রেন ত্যাগের পরামর্শ  © ফাইল ফটো

ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেখানে উপস্থিত বাংলাদেশিদের দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শটি দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দায়িত্ব পালন করে পোল্যান্ডে অবস্থিত দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরে দূতাবাসের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।

আরও পড়ুন: ৪২.২৫ স্কোর নিয়ে ববিতে চান্স পাওয়া সেই ছাত্রীর ভর্তি বাতিল

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশিদের অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেয়া হলো। এছাড়া ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হলো। যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা যেটা করি যে, কোনো দেশে বা অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে সে অঞ্চলে থাকা নাগরিকদের সাবধানে রাখার চেষ্টা করি। “এক্ষেত্রেও সেটা করা হয়েছে।”

আরও পড়ুন: ছাত্রীর সন্তান কোলে নিয়ে ক্লাস করালেন নোবিপ্রবি শিক্ষক

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেইনে মোট কতজন বাংলাদেশি থাকেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, বৈধ-অবৈধ মিলিয়ে এই সংখ্যা চার থেকে পাঁচশ’ হতে পারে বলে ধারণা প্রবাসী বাংলাদেশিদের।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে। যেকোনো সময় দেশটিতে রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডাসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করতে বলেছে।


সর্বশেষ সংবাদ