তিন দশকে সর্বাধিক ১৮.৩ শতাংশ প্রবৃদ্ধি চীনে

  © ফাইল ফটো

অর্থবছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে চীন জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও দেশটি প্রায় তিন দশকের মধ্যে সর্বোচ্চ ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ১৯৯২ সালের পর থেকে এ পর্যন্ত সময়ে ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি পেয়েছে। শুক্রবার চীন সরকারের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। ১৯৯২ সাল থেকে নিয়মিত ত্রৈমাসিক প্রবৃদ্ধির তথ্য জানিয়ে আসছে চীন সরকার। সেই শুরু থেকে এ পর্যন্ত এবারই সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে চীনে অর্থনীতি।

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মুখে পড়ে গত বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থনীতির সিংহভাগ কার্যক্রম বন্ধ ছিল। জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধি হয়েছিল শূন্য দশমিক ৬ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে তা ৬ দশমিক ৫ শতাংশে গিয়ে ঠেকে।

চীনের অর্থনীতি ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে। মহামারির মধ্যে গোটা ২০২০ সালে বিশ্বের অন্যান্য যে কোনো দেশের চেয়ে ভালো অর্থনৈতিক অগ্রগতি এনেছে চীন। পুরো বছরের হিসাবে ২০২০ সালে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে করোনাভাইরাসের উৎস দেশটি। চীনা কর্তৃপক্ষ গত বছরের অর্থনৈতিক গতিকে ‘যতটা আশা করা হয়েছিল তার চেয়ে ভালো’ বলে আখ্যা দেয়।

চীনের অভ্যন্তরে মানুষজনের চাহিদা বাড়ছে। আগের বছরের একই মাসের তুলনায় গত মাসে আমদানি ৩৮ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে, একইভাবে ৩১ শতাংশ বেড়েছে চীনের রপ্তানি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence