বিশ্বের সবচেয়ে বড় দানবাক্স বুর্জ খলিফা!

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা। সেটি এখন বিশ্বের সবচেয়ে বড় দানবাক্সে পরিণত হয়েছে।

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর কম আয়ের মানুষদের খাবার দেয়ার উদ্দেশ্যে বুর্জ খলিফাকে দান বাক্সের নকশায় সাজানো হয়। যার মাধ্যমে দরিদ্রদের জন্য অর্থ উত্তোলনের প্রচারণা চালানো হচ্ছে। জমকালো আলোতে ভবনটির সেই দৃশ্য ফুটে উঠেছে। যা দেখা যাচ্ছে ভিডিওতে।

সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে করোনা ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ১২ লাখ মিল বা খাবার পার্সেল বিতরণ করা হয়েছে। দরিদ্রদের খাবার বিতরণের এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম গ্লোবাল ইনেশিয়েটিভ (এমবিআরজিআই)। তাদের লক্ষ্য রমজানের কম আয়ের মানুষদের মাঝে এক কোটি মিল সরবরাহ করা।

ভিডিওটির লিংক নিচে দেয়া হল:  https://www.youtube.com/watch?v=3dOAlg2GvbY


সর্বশেষ সংবাদ