রানওয়ে থেকে পিছলে নদীতে বিমান: রক্ষা পেলেন ১৪০ আরোহী

  © সংগৃহীত

অবতরণের পর রানওয়েতে পিছলে গিয়ে নদীতে পড়েছিল বিমানটি। তবে আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান বিমানের যাত্রী ও কর্মী-সহ ১৪০ জন। শুক্রবার আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেলেন বোয়িং ৭৩৭-এর আরোহীরা।

পুলিশ জানিয়েছে, মায়ামি ইন্টারন্যাশনাল সংস্থার বিমানটি কিউবার গুয়ান্তানামো বে-র নৌসেনা ঘাঁটি থেকে ফ্লোরিডার দিকে রওনা দিয়েছিল বোয়িং ৭৩৭-৮০০। তাতে ১৩৬ জন যাত্রী ছিলেন।

স্থানীয় সময় রাত ৯টা ৪০ নাগাদ সেটি ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে নৌসেনা ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে।  কিন্তু সে সময়ই তা রানওয়ে থেকে পিছলে যায়। চেষ্টা করেও বিমান নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট। এর পর বিমানটি সোজা গিয়ে পড়ে পাশের সেন্ট জন’স নদীতে। খবর: আনন্দবাজার।

জ্যাকসনভিলের মেয়র টুইটারে জানিয়েছেন, বিমানের সমস্ত আরোহীই অক্ষত রয়েছেন। আপাতত ওই বিমানের জ্বালানি যাতে নদীতে মিশে তা দূষিত না করে, সে চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও বিমানের দু’জন আরোহীর সামান্য আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার খবরটি তাঁরা পেয়েছেন। এ সম্পর্কে সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence