ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইরান

ড্রোন
ড্রোন  © সংগৃহীত

উত্তর-পশ্চিম ইরানের আকাশসীমায় ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সালমাস সীমান্ত অঞ্চলে ইরানি ইসলামিক বাহিনী একাধিক ড্রোন শনাক্ত করে গুলি করে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। ড্রোনগুলো ইরানের ভূখণ্ডে প্রবেশ করে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।

রিপোর্টে আরও বলা হয়, ইসরায়েলি ড্রোনগুলো দেশের আকাশসীমা লঙ্ঘন করায় প্রতিরক্ষাবাহিনী সতর্ক অবস্থান নেয় এবং আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়। এই ঘটনাকে ইরান তার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করছে।

এই ড্রোন ভূপাতনের ঘটনা এমন এক সময় ঘটল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। এর আগে শনিবার সকালে ইরান ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় অন্তত দুইজন নিহত হন এবং আহত হন আরও বহু মানুষ।

বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে একে অপরের ওপর নজরদারি চালানোর প্রতিযোগিতা আগামী দিনে আরও তীব্র হতে পারে। [সূত্র: আল-জাজিরা]


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!