যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত ও পাকিস্তান

দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার প্রমাণ দেখাতে এই ছবি প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী
দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার প্রমাণ দেখাতে এই ছবি প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী  © দ্যা ডন

ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌছেছে ভারত ও পাকিস্তান। ভারতের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জের ধরে গতকাল মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের সীমা অতিক্রম করে হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী। আর সর্বশেষ ভারতীয় দু‘টি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

ভারত দাবি করেছে, পুলওয়ামা হামলার জন্য পাকিস্তানে জইশ-ই-মোহম্মদ জঙ্গির সংগঠনের ঘাঁটি ধ্বংস করেছে এবং অন্তত তিনশ’ জন নিহত হয়েছে। তবে তা অস্বীকার করে মাত্র একজন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তার।

তবে গত কয়েকদিনের মধ্যে আজ বুধবার দুদেশের মধ্যে নতুন করে চরম উত্তেজনা শুরু হয়েছে। পাকিস্তান দাবি করেছেন, তারা কাশ্মীরে নিজেদের আকাশসীমা থেকে দুটি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া দুজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে বলে দাবি তাদের।

আটকের প্রমাণ দিতে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের একজন পাইলটের ছবি ও ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লাইট স্যুুট পরা একজন ব্যক্তি পিঠমোড়া করে বাধা অবস্থায় রয়েছে। তার পরিচয় দিচ্ছেন‘উইং কমান্ডার অভিনন্দন’। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের আকাশসীমা লঙ্ঘন করা একটি পাকিস্তানী যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে ভারত।

এদিকে ভারত শাসিত কাশ্মিরের বাদগামে ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারতীয় গোলার আঘাতে পাকিস্তানের তিনজন নারী ও একটি শিশু মারা গেছে। আহত হয়েছেন ১১ জন। অন্যদিকে, পাকিস্তানি বাহিনীর ছোঁড়া গোলায় পাঁচজন ভারতীয় সৈনিকের আহত হওয়ারও খবর এসেছে।

এছাড়া ভারতীয় চলচ্চিত্র পাকিস্তানে প্রদর্শন নিষিদ্ধ করেছে দেশটির সরকার। উভয় দেশের আকাশসীমায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্তত আটটি ভারতীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া পাকিস্তানেও কয়েকটি বিমানবন্দর বন্ধ করার খবর পাওয়া যাচ্ছে।

গত মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এর আগে ১৪ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হয়। কাশ্মীর নিয়ে দুটি প্রতিবেশী দেশের মধ্যে এর আগে দুটি যুদ্ধ এবং একটি সীমিত সংঘর্ষ হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence