ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ

জামায়াতে নামাজ আদায়
জামায়াতে নামাজ আদায়  © সংগৃহীত

ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এতে বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত ২২ লাখের বেশি মুসলমান। দ্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যরাও।

ইতালিতে সাংবিধানিকভাবে প্রতিটি ধর্ম পালনের অধিকার রয়েছে। তারপরও সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নামাজ নিষিদ্ধ করেছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। 

ইতালিজুড়ে গুটিকয় পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও, বর্তমানে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে ইসলামিক কালচারাল সেন্টারের নামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে প্রায় হাজারখানেক প্রতিষ্ঠান।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৬৯২৮ জন, বহিষ্কার ২২

তবে প্রশাসনিক আদালতের রায়ে এখন বন্ধ হওয়ার পথে এসব ইসলামিক কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ। যদিও আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চান বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।
 
সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায়ে দেখা যায়, ভেনিস থেকে ১৩০ কিলোমিটার দূরের শহর মনফালকনের দুটি মসজিদসহ ইতালিজুড়ে ইসলামিক কালচারাল সেন্টারের নামে যতগুলো মসজিদে জামাতে নামাজ পড়া হয়, সব কটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এতে হতাশ ও বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত মুসলিমরা।


সর্বশেষ সংবাদ