গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক

ধর্মঘটের পোস্টার
ধর্মঘটের পোস্টার  © সংগৃহীত

গাজায় চলমান গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন—নিউ ইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড।

সংগঠন দুটি জানিয়েছে, আগামী সোমবার (৭ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ জানাবেন।

হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, “গাজায় অব্যাহত গণহত্যা বন্ধে আমরা এক বৈশ্বিক ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। এই আন্দোলনের অংশ হিসেবে সেদিন বিশ্বব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও বিভিন্ন কর্মক্ষেত্র বন্ধ রাখার অনুরোধ জানানো হচ্ছে। এখনই সময় পদক্ষেপ নেওয়ার।”

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, “বিশ্ব যখন নবজাতক ও মায়েদের স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বিগ্ন, তখন গাজায় হাজার হাজার নারী ও শিশু চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। মার্কিন অস্ত্রের আঘাতে হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। গাজাবাসী আজ মৌলিক মানবাধিকারেরও বাইরে।”

বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়েও। বলা হয়, “যিনি আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ঘোষিত এক ফেরারি যুদ্ধাপরাধী, তিনি একই দিনে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন—এটি বিশ্বের প্রতি এক ধরনের অবজ্ঞা।”

ধর্মঘটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিবৃতির শেষাংশে বলা হয়, “গাজার জন্য ন্যায়বিচারের দাবিতে বিশ্ববাসীকে রাজপথে নামতে হবে। জায়নবাদী আগ্রাসনের অবসান ঘটাতে হবে। মার্কিন সহযোগিতা বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে। পুরো একটি জনগোষ্ঠী যখন না খেয়ে, বোমার আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে—তখন নিরব থাকা মানে সহযোগিতা করা। তাই রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, গাজার পক্ষে আওয়াজ তুলুন।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence