মার্কিন ভিসা পেতে মিথ্যা তথ্য দিলে নিষেধাজ্ঞার ঝুঁকি

যুক্তরাষ্ট্রের ভিসা
যুক্তরাষ্ট্রের ভিসা  © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য তথ্য প্রদান করতে হবে, অন্যথায় নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রবিবার (৩০ মার্চ) দূতাবাসের ফেসবুক বার্তায় বলা হয়, যদি কারও বিরুদ্ধে কোনো অপরাধমূলক দণ্ড থাকে, তবে তা তাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। এমনকি ছোটখাটো অপরাধের কারণেও ভিসা প্রত্যাখ্যান হতে পারে।

দূতাবাস আরও জানায়, কনস্যুলার অফিসাররা আবেদনকারীর অপরাধ সংক্রান্ত রেকর্ড পর্যালোচনা করতে পারেন এবং যেকোনো পূর্বের আইন লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তাদের কাছে থাকবে। তাই ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সঠিক তথ্য প্রদান করার আহ্বান জানানো হয়, কারণ মিথ্যা তথ্য প্রদান করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারেন আবেদনকারীরা।


সর্বশেষ সংবাদ