ফিলিস্তিনের অস্কারজয়ী পরিচালক হামদান বাল্লালের ওপর হামলা ও বন্দি করল ইসরায়েলি বাহিনী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৫:১৫ PM

ফিলিস্তিনের অস্কারজয়ী চিত্র পরিচালক হামদান বাল্লাল ইহুদি বসতিস্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন। আহত অবস্থায় থাকার পরও তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। গতকাল সোমবার (২৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, পশ্চিম তীরের সুসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বছর অনুষ্ঠিত ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্রের পুরস্কার জয়ী ‘নো আদার ল্যান্ড’-এর চারজন সহকারী পরিচালকের মধ্যে একজন হলেন হামদান বাল্লাল। তার ওপর হামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এই তথ্যচিত্রের আরেক সহকারী পরিচালক ও ইসরায়েলের নাগরিক ইউভাল আব্রাহাম।
ইউভাল আব্রাহাম জানান, সোমবার সন্ধ্যার দিকে বসতিস্থাপনকারীদের একটি দল তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন হামদান বাল্লাল।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রাহাম বলেন, আমাদের ‘নো আদার ল্যান্ড’ ছবির সহপরিচালক হামদান বাল্লালকে বসতিস্থাপনকারীরা মারধর করে গুরুতর আহত করেছে। তিনি মাথা ও পেটে আঘাত পেয়েছেন, প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।
তিনি আরও বলেন, তিনি অ্যাম্বুলেন্স ডাকতে চেয়েছিলেন, কিন্তু এর আগেই ইসরায়েলি সেনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, সুসিয়া গ্রাম থেকে পাথর নিক্ষেপের অভিযোগে তিনজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের মধ্যে হামদান বাল্লাল আছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি আইডিএফের মুখপাত্র। এই ঘটনার পর থেকে হামদান বাল্লালের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।