হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © ফাইল ছবি

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গ্রুপ অ্যাডমিনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পাকিস্তানি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। 

শনিবার (৮ মার্চ) দেশটির স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে অবলা হয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মুশতাক আহমেদ এদিন ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় আশফাক নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। 

নিহত মুশতাকের ভাই এএফপিকে জানান, মুশতাকের সঙ্গে তর্কাতর্কির পর তিনি আশফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেন। পরে দুজনই বিষয়টি সমাধানের জন্য দেখা করেন, তবে আলোচনার একপর্যায়ে আশফাক বন্দুক নিয়ে উপস্থিত হন এবং মুশতাকের ওপর গুলি চালিয়ে তাকে হত্যা করেন।


সর্বশেষ সংবাদ