ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না, জানালেন জেলেনস্কি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ০৫:১৬ PM

হোয়াইট হাউসের ওভাল অফিসে গত শুক্রবার বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না। খবর তাস ও ফক্স নিউজের।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘তিনি মনে করেন, ট্রাম্পেরই তার কাছে ক্ষমা চাওয়া উচিত।’
জেলেনস্কি বলেছেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্টকে সম্মান করি, আমি আমেরিকান জনগণকে সম্মান করি। আমি মনে করি, আমাদের খুব খোলামেলা এবং খুব সৎ হতে হবে।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, আমাদের জনগণের মধ্যে রয়েছে শক্তিশালী সম্পর্ক।’
জেলেনস্কি স্বীকার করেন যে এমন প্রকাশ্য বিবাদ দুই দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না। তিনি বলেন, ‘এই ধরনের তর্ক-বিতর্ক উভয় পক্ষের জন্যই ইতিবাচক নয়।’
তিনি আরও জানান, তিনি দুঃখিত যে তাদের বিরোধ সাংবাদিকদের সামনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। জেলেনস্কি বলেন, ‘আমরা কৃতজ্ঞ এবং একইসঙ্গে দুঃখিতও।’
উল্লেখ্য, শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বৈঠকে ট্রাম্পকে চিৎকার-চেঁচামেচি করতে শোনা যায়। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক মন্তব্য করায় জেলেনস্কিকে তিরস্কার করেন।
এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, জেলেনস্কি কিয়েভকে দেওয়া সহায়তা ও সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে কখনও ধন্যবাদ জানাননি।
উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।বৈঠকের পর নির্ধারিত একটি সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং ইউক্রেনের প্রতিনিধিদল দ্রুত হোয়াইট হাউস ত্যাগ করে।