নৌকাসহ যুবককে গিলে ফেললো তিমি, অতঃপর...

যুবককে গিলে ফেললো তিমি
যুবককে গিলে ফেললো তিমি  © ভিডিও থেকে সংগৃহীত

সমুদ্রের বিশাল জলরাশির মাঝে ছোট্ট নৌকায় ভেসে বেড়াচ্ছিলেন ২৪ বছর বয়সী আদ্রিয়ান সিমানকাস। হঠাৎই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা—এক বিশাল হাম্পব্যাক তিমি তাকে গিলে ফেলে! কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল, জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। তবে ভাগ্যক্রমে, তিমিটি আবারও তাকে ছেড়ে দেয়। ভয়ঙ্কর সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করেন তার বাবা, যিনি কাছাকাছি একটি নৌকায় ছিলেন।  

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) চিলির মেগাল্লান প্রণালীর সান এলসিদ্রো লাইটহাউজের কাছে ছোট একটি নৌকায় করে ঘুরছিলেন আদ্রিয়ান ও তার বাবা। সমুদ্রের নীল জলরাশির মধ্যে তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত সেই ঘটনা—এক বিশাল হাম্পব্যাক তিমি মুখ খুলে তাকে গিলে ফেলে।  

আদ্রিয়ান জানান, সেই মুহূর্তটি ছিল দুঃস্বপ্নের মতো। “আমি পেছনে তাকাতেই বুঝতে পারলাম, আমার চারপাশে এক ধরনের পাতলা পর্দার মতো কিছু রয়েছে। গাঢ় নীল ও সাদা রঙের ভেতর আমি নিমজ্জিত হচ্ছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, সব শেষ! আমি মারা যাচ্ছি! আমার কিছুই করার ছিল না। আমি জানতাম না, এটি কী,”—বলছিলেন তিনি।  

কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে বেঁচে যান তিনি। লাইফ জ্যাকেট থাকার কারণে পানির ওপরে ভেসে ওঠেন। তার বাবা দ্রুত তাকে নিজের নৌকার কাছে টেনে নেন এবং শান্ত হতে বলেন।  

এই ব্যতিক্রমী ঘটনার ব্যাখ্যা দিয়েছেন বন্যপ্রাণী বিজ্ঞানী ভানেসা পিরোত্তা। তিনি জানান, হাম্পব্যাক তিমি সাধারণত ছোট মাছ ও চিংড়ি খেয়ে থাকে। সম্ভবত তখন সেটি শিকার করছিল, আর আদ্রিয়ানের নৌকাটি সেই খাবারের মধ্যে পড়ে গিয়েছিল। আদ্রিয়ানকে গিলে খাওয়ার কোনো উদ্দেশ্য তিমির ছিল না, বরং ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা।  

তিনি আরও বলেন, এই তিমিগুলোর খাদ্যনালী খুবই সরু, ফলে তারা মানুষের মতো বড় কিছু খেতে পারে না। তাদের দাঁতও নেই, তাই তারা কেবল ছোট ছোট প্রাণীই শিকার করতে পারে।

অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া আদ্রিয়ান এখনো বিশ্বাস করতে পারছেন না, তিনি প্রকৃতির এমন এক বিরল ঘটনার সাক্ষী হয়েছেন। সেই মুহূর্তের ভয়াবহতা কাটিয়ে এখন তিনি কেবলই কৃতজ্ঞ যে, তিনি সুস্থভাবে বেঁচে ফিরতে পেরেছেন।

সূত্র: সিএনএন


সর্বশেষ সংবাদ