ভারতীয়দের মানবিকভাবে ফেরত পাঠাতে ট্রাম্পকে অনুরোধ করবেন মোদি

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প  © রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটনে পৌঁছেছেন। তাদের দুজনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে ট্রাম্পকে ভারতীয়দের যাতে হাত পায়ে শিকল বেঁধে ফেরত না পাঠানো হয় সে অনুরোধ করবেন মোদী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ খবর জানায়।

এনডিটিভি জানিয়েছে, মোদি ট্রাম্পকে অনুরোধ করবেন, যেসব অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে তাদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয়। চলতি মাসের শুরুতে ১০৪ ভারতীয়কে হাত ও পায়ে শিকল বেঁধে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। 

জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮০০ ভারতীয়কে ফেরত পাঠাবে দেশটি। যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় ৮ লাখ অভিবাসী আছেন। যার মধ্যে ২০ হাজার জন অবৈধ। তাদের সবাইকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আগে ফেরত পাঠানো ১০৪ জনের হাতে ও পায়ে শিকল বাঁধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত। ভারতীয় সংসদের বাইরে আইনপ্রণেতারা এ ঘটনায় বিক্ষোভ দেখান। 

শিকল পরিয়ে ৪০ ঘণ্টার দীর্ঘ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল অবৈধ অভিবাসীদের। এমনকি বাথরুম ব্যবহারের সময়ও তাদের হাতে হাতকড়া ও পায়ে শিকল ছিল।

এছাড়াও ট্রাম্প ও মোদির মধ্যে শুল্ক ও বাণিজ্য নিয়ে নিয়ে কথা হবে। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেন। যদিও কানাডা ও মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন তিনি। 

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। মোদি চতুর্থ বিশ্বনেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন।


সর্বশেষ সংবাদ