গাজার রাফাহ থেকে সেনা সরাতে শুরু করেছে ইসরায়েল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ AM

দীর্ঘ ১৫ মাসের রক্ষক্ষয়ী যুদ্ধ শেষে আজ রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে ফিলিস্তিনের গাজায়। এরই মধ্যে দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে সেনা সারাতে শুরু করেছে ইসরায়েল।
আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এসব বন্দী মুক্তির বিপরীতে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই রাফাহ থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
গাজা থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, রাফাহ শহরের কেন্দ্র থেকে সামরিক যানবাহনসহ ইসরায়েলি সেনাদের ফিরে যেতে দেখা যাচ্ছে। ইসরায়েলি সেনাদের বহর মিসরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।
এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও গাজার খান ইউনিসের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে গাজায় আবারও হামলা চালাবে ইসরায়েল।
শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা নিষ্ফল হলে যুদ্ধে ফিরে যাবে ইসরায়েল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প দুজনই ইসরায়েলের যুদ্ধে ফিরে যাওয়ার অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।