স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া
একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া  © সংগৃহীত

উত্তর কোরিয়া একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ পাড়ি দিয়ে কোরিয়ান উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়ে। 

জেসিএস জানিয়েছে, আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় কি না সে বিষয়ে তাদের প্রস্তুতি রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার কার্যকলাপের  নজরদারি জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে এ বিষয়ে সব ধরনের তথ্য আদান-প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সাং-মোক বলেছেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব দেওয়া হবে। 


সর্বশেষ সংবাদ