যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ‘টাক ঈগল’

আমেরিকার জাতীয় পাখি ঈগল
আমেরিকার জাতীয় পাখি ঈগল  © টিডিসি সম্পাদিত

‘বল্ড ঈগল’ বা ‘টাক ঈগল’ এখন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেয়েছে। স্থানীয় সময় বুধবার ক্রিসমাস ইভে প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করে সাদা মাথা ও হলুদ ঠোঁটযুক্ত শিকারি এই পাখিকে জাতীয় সম্মান দিয়েছেন।

২৪০ বছরেরও বেশি সময় ধরে টাক ঈগলকে জাতীয় পাখি বলা হতো। পাখিটি ১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল (মহামোহর)-এ প্রথম স্থান পায়, যা অফিসিয়াল নথিতে ব্যবহৃত হয়।

তবে বুধবার ক্রিসমাসের সন্ধ্যায় বাইডেনের স্বাক্ষরের আগ পর্যন্ত এই পাখিকে জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রে। জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবটি গত সপ্তাহেই মার্কিন কংগ্রেসে পাস হয়েছিল।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ঈগল সেন্টারের ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভের সহসভাপতি জ্যাক ডেভিস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে না হলেও প্রায় ২৫০ বছর ধরে আমরা বল্ড ঈগলকে জাতীয় পাখি বলেছি। এখন এই সম্মানটি আনুষ্ঠানিকভাবেই দেওয়া হলো। এর চেয়ে উপযুক্ত পাখি আর কেউ হতে পারে না।’

জানা গেছে, বল্ড ঈগলকে জাতীয় পাখি হিসেবে মনোনীত করার বিষয়ে আমেরিকায় সব সময় একমত ছিল না সবাই। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই পাখিকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য অযোগ্য মনে করেছিলেন এবং এটিকে খারাপ চরিত্রের পাখি বলে অভিহিত করেছিলেন।

মিনেসোটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বল্ড ঈগল জনসংখ্যার আবাসস্থল হওয়ায় ঈগলকে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়ার এই আইনটি পাস করানোর ক্ষেত্রে মিনেসোটা রাজ্যের আইনপ্রণেতারা মূল ভূমিকা পালন করেছেন।

জানা গেছে, ১৯৪০ সালের জাতীয় প্রতীক আইন অনুসারে, যুক্তরাষ্ট্রে বল্ড ঈগল সুরক্ষিত। দেশটিতে এই পাখি শিকার এবং বিক্রি করা অবৈধ।


সর্বশেষ সংবাদ