ক্ষমতাচ্যুত আসাদ কীভাবে রাশিয়ায় গেলেন, জানাল পুতিন প্রশাসন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ একে-অপরের ঘনিষ্ঠ মিত্র
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ একে-অপরের ঘনিষ্ঠ মিত্র  © সংগৃহীত

বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার। তবে আসাদ ঝুঁকিপূর্ণ সময়ে নিরাপদে কীভাবে রাশিয়ায় গেলেন, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে। রাশিয়ার কোথায় এখন আসাদের অবস্থান, তা নিয়ে আগ্রহ রয়েছে মানুষের।

আসাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, রাশিয়ায় বাশার আল-আসাদ সুরক্ষিত।  বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে তাকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে।

জানা গেছে, বাশার আল–আসাদকে রাশিয়াই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে। রায়াবকভ আরও বলেন, ‘তিনি (বাশার আল–আসাদ) সুরক্ষিত ছিলেন। এর অর্থ হলো, এমন বিস্ময়কর পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রেখেছে।’  তিনি আরও বলেন, ‘আসাদ কীভাবে রাশিয়ায় এসেছেন, কী ঘটেছে এবং কীভাবে এটি সমাধান করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবেন না’।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ মঙ্গলবার এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বাশার আল–আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কি না? জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের এ–সংক্রান্ত সনদের অংশীজন নয় রাশিয়া।’

এর আগে আসাদ কীভাবে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা তার (প্রেসিডেন্ট পুতিনের) সিদ্ধান্ত।’

রবিবার সিরিয়ায় বাশার আল–আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল–আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।


সর্বশেষ সংবাদ