পাত্র সরকারি চাকরি না করায় মালাবদল করেও বিয়ে ভাঙলেন তরুণী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুই পরিবার দেখাশোনা করে বিয়ে ঠিক করেছেন তরুণ-তরুণীর। তরুণীর দিক থেকে বিয়ে করার প্রাথমিক শর্তই ছিল, পাত্র যেন সরকারি চাকরিজীবী হন। কথাবার্তা পাকা হওয়ার পর বিয়েতে সম্মতিও দিয়েছিলেন তিনি। বিয়ের পিঁড়িতে বসে মালাবদলের পরেই হঠাৎ তরুণী জানান যে, তার পাত্র পছন্দ নয়। হটাৎ বিয়ে ভাঙতে চান তিনি। পাত্রীর এমন সিদ্ধান্ত শুনে চমকে যান সবাই।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায়। পাত্র পেশায় ইঞ্জিনিয়ার। ছত্তীসগঢ়ের বলরামপুরের বাসিন্দা তিনি। পাত্রের পরিবার কনৌজে একটি ভাড়া বাসায় থাকেন। আগে সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন পাত্র। পরে বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন তিনি। ২০ বিঘার একটি জমি ছাড়াও পাত্রের আরও অনেক জমির মালিকানা।

পাত্র যে পরে বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছেন তা জানতেন না পাত্রী। বিয়ের সময় মালাবদল সেরে ওঠার পর পাত্রী জানতে পারেন সে কথা। সঙ্গে সঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তিনি। সরকারি চাকুরে ছাড়া তিনি কিছুতেই বিয়ে করবেন না বলে জানান পাত্রী। কনেপক্ষের সঙ্গে পাত্রপক্ষের আলোচনা হয়।

এমনকি, কনেপক্ষকে বেতনের নথিও দেখান পাত্র। জানা যায়, প্রতি মাসে ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন পান তরুণ। তবুও বিয়ে করতে নারাজ পাত্রী। অবশেষে দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেয় যে, বিয়ের জন্য যাবতীয় যা খরচ হয়েছে তা সমান দু’ভাগ করা হবে। এরপর টাকাপয়সার হিসাব মিটিয়ে পাত্রী ছাড়াই ফিরে যায় বরপক্ষ। [সূত্র: আনন্দবাজার]


সর্বশেষ সংবাদ