ট্রাম্প-পুতিনের ফোনালাপের পরও রাশিয়া-ইউক্রেনে ড্রোন হামলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ PM
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংঘাত আর না বাড়ানোর আহ্বান জানানো সত্ত্বেও রাশিয়া ও ইউক্রেন রবিবার (১০ নভেম্বর) রাতভর একে-অন্যের ওপর রেকর্ড পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে। রুশ বাহিনীর ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ৬ জন নিহতের ঘটনাও ঘটেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া গতকাল রবিবার রাতে ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এটি এর আগে রাতের বেলায় চালানো হামলাগুলোর চাইতে ভয়াবহ ছিল বলে উল্লেখ করেন তিনি। জেলেনস্কি বলেন, ‘গতরাতে রাশিয়া ১৪৫টি শাহেদ ও অন্যান্য ড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেনে।’ সামজিক যোগাযোগ মাধ্যমে এ সময় তিনি এক পোস্টে কিয়েভের পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের প্রতিরক্ষায় আরও সহায়তার আহ্বান জানান।
এদিকে সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রুশ বাহিনীকে লক্ষ্য করে রেকর্ড সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করেছে ইউক্রেনীয় বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য ড্রোনের সংখ্যা উল্লেখ করা হয়নি, রুশ বাহিনীকে লক্ষ্য করে গত ২ বছরে পরিচালিত ড্রোন হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা ছিল রবিবার রাতের এ হামলা।
রাশিয়া বলেছে তারা রবিবার মস্কোর দিকে ধেয়ে আসা ৩৪টি ড্রোন ভূপাতিত করেছে। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাজধানী মস্কো লক্ষ্য করে এটা ছিল সবচেয়ে বড় ড্রোন হামলা।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তাঁর জয়ের মধ্য দিয়ে তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। কিয়েভের প্রতিরক্ষা খাতের জন্য যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার সহায়তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ট্রাম্প নির্বাচনী প্রচার প্রচারণায় বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে তিনি যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাঁর এ অবস্থান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের চেয়ে ভিন্ন।