‘যুক্তরাষ্ট্রের কথা শোনা হবে, তবে সিদ্ধান্ত নেবে ইসরায়েল’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৩০ AM
ইরানের সাথে সংঘর্ষের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো অভিমত বা পরামর্শ থাকলে তা শোনা হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েল নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, আমরা (ইরান ইস্যুতে) যুক্তরাষ্ট্রের মতামত শুনব, তবে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেবো এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইসরায়েলের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননে ইসরায়েলি সেনাদের অভিযানের মূল উদ্দেশ্য সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করা বলে জানানো হয় ইসরায়েলের পক্ষ থেকে। ২০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। তাদের সেই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ এবং গোষ্ঠীটির অধিকাংশ শীর্ষ কমান্ডার। সেই সঙ্গে গোষ্ঠীটির সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক স্থাপনাও ধ্বংস হয়েছে।