বায়োটেকনোলজিতে পিএইচডি গবেষক খাবার বিক্রি করছেন ফুটপাতে, ভিডিও ভাইরাল

ভারতের তামিলনাড়ুর পিএইচডি গবেষক তরুণ রাইয়ান
ভারতের তামিলনাড়ুর পিএইচডি গবেষক তরুণ রাইয়ান  © হিন্দুস্তান টাইমস

ভারতের তামিলনাড়ুর পিএইচডি গবেষক তরুণ রাইয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ফুটপাতে খাবার বিক্রি করছেন এসআরএম ইউনিভার্সিটির এ শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের ফুড ব্লগার ক্রিস্টোফার লুইস তাকে নিয়ে ভিডিওটি ছাড়ার পর সেটি ভাইরাল হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, চেন্নাইয়ের ফুটপাতে একটি খাবারের দোকান চালান তরুণ। তিনি বায়োটেকনোলজি বিষয়ের শিক্ষার্থী। তামিলনাড়ুতে একটি ভিডিও করার সময় তার সন্ধান পান ক্রিস্টোফার। সেখানে চিকেন-৬৫ অর্ডার করার পর তার বিষয়ে তিনি জানতে পারেন।

ক্রিস্টোফার কথার একপর্যায়ে জানতে পারেন, তরুণ বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি গবেষক। তিনি তার গবেষণা নিবন্ধ ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে বলেন। তরুণ বলেন, ‘আপনি গুগলে সার্চ করলে আমার গবেষণা প্রবন্ধ দেখতে পাবেন।’ ক্রিস্টোফার তার কাজ দেখে বেশ অভীভূত হন এবং দ্রুত তাকে নিয়ে একটি ভিডিও ছেড়ে দেন।

আরো পড়ুন: মণিপুরে অনির্দিষ্টকালের কারফিউ বহাল, বন্ধ মোবাইল ইন্টারনেট

অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ৮৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেন। তারা তরুণের কাজ দেখে বেশ প্রশংসাও করেন। তিনি এভাবে আয়ের টাকা দিয়ে নিজের এবং সংসার খরচ চালানোয় তারা সাধুবাদ জানান।


সর্বশেষ সংবাদ