ভারতের মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান, যুদ্ধাস্ত্র জব্দ

ভারতের মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান, যুদ্ধাস্ত্র জব্দ
ভারতের মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান, যুদ্ধাস্ত্র জব্দ  © সংগৃহীত

ভারতের সেভেন সিস্টারে চলমান সংঘাতে মণিপুর রাজ্যে অভিযান চালিয়ে গোপন অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনী।

রাজ্যের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহীন জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অস্ত্রাগারটি থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্রও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় সেনাবাহিনী, মনিপুর পুলিশ, কেন্দ্রীয় এলিট ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের যৌথবাহিনীর গত ৪৮ ঘণ্টার অভিযানে চূড়াচাঁদপুর ও কাংপোকপি জুড়ে বিস্তৃত গহীন জঙ্গলে একটি গোপন অস্ত্রাগার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।”

 “এসব অস্ত্র-গোলাবারুদের মধ্যে রয়েছে ম্যাগজিনসহ একটি ৭ দশমিক ৬২ এমএম একে সিরিজ অ্যাসল্ট রাইফেল, তিনটি মাঝারি আকৃতির ক্রুড মর্টার (স্থানীয়ভাবে পাম্পি নামে পরিচিত), একটি মডিফায়েড এম-১৬ অ্যাসল্ট রাইফেল, দেশে তৈরি ৭ দশমিক ৫ ফুটের একটি রকেট, দেশে তৈরি একটি বড় মর্টার এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।”

গত বছরের মে মাস থেকে মণিপুরে জাতিগত দাঙ্গার শুরু । রাজ্যটির সংখ্যাগুরু তিন জাতি মেইতেই, কুকি ও ও চিন জাতির মধ্যে শুরু হয় সংঘাত। এদের মধ্যে কুকি ও চিনরা ঐক্যবদ্ধ।

মাঝে কিছুদিন সার্বিক পরিস্থিতি শান্ত হয়ে আসতে শুরু করলেও গত ১ সেপ্টেম্বর রাজধানী ইম্ফলের পশ্চিমে কৌতরুকে ড্রোন হামলার মধ্যে দিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। [সূত্র : এনডিটিভি]


সর্বশেষ সংবাদ