১২ বছর বয়সেই গ্র্যাজুয়েট হলেন সুবর্ন বারি

১২ বছর বয়সে গ্র্যাজুয়েট হয়েছেন সুবর্ন ইসাক বারি
১২ বছর বয়সে গ্র্যাজুয়েট হয়েছেন সুবর্ন ইসাক বারি  © এবিসি নিউজ

মাত্র ১২ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন সুবর্ন ইসাক বারি নামে এক কিশোর। নিউইয়র্কের মালভের্ন হাইস্কুল থেকে তিনি সর্বকনিষ্ট ডিগ্রিধারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এখন দ্বিতীয় ডিগ্রি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সুবর্ন। তিনি বলেছেন, এ ডিগ্রি অর্জন করতে তাকে ‘দীর্ঘ পথ’ পাড়ি দিতে হয়েছে। এটি তার জন্য দারুন এক অভিজ্ঞতা। তার ভাষ্য, ‘আমার দারুন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি গণিত ও বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে শিক্ষা নিয়েছি।

আরো পড়ুন: নির্বাচনে ভোট চাচ্ছেন বিশ্বের প্রথম এআই প্রার্থী

নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন সুবর্ন। তিনি বলেন, তিনি সব সময় গণিত ও বিজ্ঞান বিষয়ে অন্যদের সহযোগিতা করতে চেয়েছেন। তাঁকেও শিক্ষক ও সহপাঠীরা সুযোগ করে দিয়েছেন। তারা অন্য শিক্ষার্থীদের মতোই তাকেও মূল্যায়ন করেছেন।


সর্বশেষ সংবাদ