সৌদিতে ভারি বৃষ্টিতে বন্যার শঙ্কা, স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  © ফাইল ছবি

সৌদি আরবের আবহাওয়া ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ও জেদ্দাসহ বেশ কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাতিল করা হয়েছে। রিয়াদ, কাসিম, হাফর আল বাতিনসহ বেশ কয়েকটি এলাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আববের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বৃষ্টির কারণে বেশ কয়েকটি এলাকা বিশেষত তাবুকের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কবার্তায় ঝড়, দৃশ্যমানতা হ্রাস, শিলাবৃষ্টিসহ আকস্মিক বন্যার আশঙ্কার কথা বলা হয়েছে। 

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগও জনগণকে প্রতিকূল আবহাওয়ায় বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করেছে। এ ছাড়া বেশিরভাগ অঞ্চলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ