ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ PM
অবরুদ্ধ গাজা উপত্যকাতয় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যায় গত ১ দিনে ৩০০ জনসহ এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে এবং মোট আহতের সংখ্যা পোঁছেছে অর্ধলক্ষে। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। খবর আল-জাজিলার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আল-জাজিরাকে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
ইসরায়েলের কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, হামাসের হামলায় এ পর্যন্ত ১ হাজার ১৪৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববারের এই ফোনালাপে গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।