কিউএস র্যাঙ্কিং
ইউরোপ-সেরা অক্সফোর্ড, শীর্ষ দশের ৭ বিশ্ববিদ্যালয়ই যুক্তরাজ্যের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
বৈশ্বিক র্যাঙ্কিংয়ের জন্য সবচেয়ে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী র্যাঙ্কিং তৈরি করে থাকে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কুয়াককুয়ারলি সিমন্ডস (কিউএস)। এই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্থান লাভ করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাছাড়া শীর্ষ দশের মধ্যে ৭টিই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ২০২৪ সালের ইউরোপের সেরা ৬৮৮টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে কিউএস র্যাঙ্কিং। এতে ইউরোপের ৫টি অঞ্চল আলাদাভাবে র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
মোট ১০০ স্কোরের মধ্যে ১০০ নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ৯৯.৪ স্কোর নিয়ে দ্বিতীয়স্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ইটিএইচ জুরিখ’। ৯৮.৭ স্কোর নিয়ে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তৃতীয়স্থানে আছে।
সেরা দশের বাকি বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে- লন্ডনের ইম্পেরিয়াল কলেজ; লন্ডনের ইউসিএল; যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়; প্যারিসের পিএসএল ইউনিভার্সিটি; যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়; সুইজারল্যান্ডের ইপিএফএল এবং কিংস কলেজ লন্ডন।
এবার পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ এবং পশ্চিম এশিয়ার অঞ্চলের জন্য আলাদাভাবে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।