পশ্চিমবঙ্গের ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা বাধ্যতামূলক

শিক্ষার্থী
শিক্ষার্থী   © ফাইল ফটো

পশ্চিমবঙ্গের ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার একটি প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকারের মন্ত্রিসভা। 

সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৭ আগস্ট) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ খতিয়ে দেখতে একটি শিক্ষা কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘যদিও বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে অধ্যয়নের বিকল্প রয়েছে, তবে বেশির ভাগ শিক্ষার্থী হিন্দি বা অন্যান্য ভাষা পছন্দ করে। ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে বাংলা শিখতে পারছে না। আজ রাজ্য মন্ত্রিসভা এটি পরিবর্তন করার এবং বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।’


সর্বশেষ সংবাদ