ঝড়ের মুখে হেলিকপ্টারের জরুরি অবতরণ, পা ও কোমরে চোট পেয়েছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়  © সংগৃহীত

উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের সময় পা এবং কোমরে চোট পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কলকাতা বিমানবন্দরের নামার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর জন্য তৈরি রাখা হয়েছে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়ে রয়েছেন চিকিৎসকেরাও। ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটের প্রচারসভা ছিল। সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সাংবাদিক বিশ্ব মজুমদার এবং মুখ্যমন্ত্রীর দেহরক্ষী স্বরূপ গোস্বামী। মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকে উড়তে শুরু করেন। নীচে বৈকণ্ঠপুরের ঘন জঙ্গল থাকায় তিনি তখনই কপ্টার নামাতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই সেবকের এয়ারবেসটি দেখতে পান পাইলট। সেখানেই জরুরি অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে যান বাগডোগরায়।

বিকেলে বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরেন মমতা। মুখ্যমন্ত্রীর কপ্টার জরুরি অবতরণ করার পর ফোন করে মমতার খবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সূত্র: আনন্দবাজার


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence