আগামী মৌসুমে সৌদিতে খেলার চুক্তি সেরে ফেলেছেন মেসি: এএফপি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ০৯ মে ২০২৩, ০৪:৫২ PM
আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তি’তে সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন। এই চুক্তি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। সে সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।’ তবে সেই সূত্র কোনো ক্লাবের নাম প্রকাশ করেননি। অর্থাৎ সৌদি আরবে মেসি আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন, তা এখনো জানা যায়নি।
তবে গত মাসে সংবাদমাধ্যম জানিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল–হিলাল আর্জেন্টাইন তারকাকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। দাবিটি করেছিলেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।
সেই সূত্র এএফপিকে আরও বলেছেন, ‘এটা একটা বিশেষ চুক্তি। বিশাল অঙ্কের। আমরা (এই চুক্তি নিয়ে) এখন কাজ গুছিয়ে আনার পথে আছি।’ এএফপি জানিয়েছে, সংবাদমাধ্যমে এই সূত্রের কথা বলার অনুমতি নেই।
মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবের চুক্তি নিয়ে সেই সূত্র এএফপিকে আরও বলেছে, ‘এই চুক্তিতে রোনালদোর মতো অত সময় লাগেনি। কারণ, বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে চুক্তির সূত্রগুলো (রেসিপি) এখন আমরা জানি। কোনো নির্দিষ্ট ক্লাব নয়, সৌদি আরব তাঁকে কিনেছে—পিআইএফ।’