অমর্ত্য সেনকে বাড়ি ছাড়ার নোটিশ বিশ্বভারতীর

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন  © সংগৃহীত

নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তাঁর শান্তিনিকেতনের বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার (১৯ মার্চ) অমর্ত্য সেনের বাসভবনে এ সংক্রান্ত নোটিশ পাঠায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে অমর্ত্য সেন বর্তমানে বিদেশে রয়েছেন।

বিশ্বভারতীর নোটিশে বলা হয়েছে, অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। তাই আইন মেনে তাকে কেন ওই জমি উচ্ছেদ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয়েছে, অমর্ত্য সেনকে তার বাসভবন থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রতীচীর ঠিকানায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন অথবা তার কোনও প্রতিনিধি যেন বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে উপস্থিত থাকেন। সেখানেই ওই জমির বিষয়ে শুনানি হবে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলি ১৯ মে

অমর্ত্য সেনের এই জমি নিয়ে বিতর্ক বেশ পুরোনো। কিছু দিন আগে অমর্ত্য সেন শান্তিনিকেতনে থাকাকালীন তাকে একটি চিঠি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এতে বলা হয়, শিগগিরই ১৩ ডেসিমেল জমি বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। ওই নোটিশ ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়।

তখন চিঠির জবাবে অমর্ত্য সেন পাল্টা দাবি করেন, ওই বাড়ির জমির একাংশ বিশ্বভারতীর কাছ থেকে লিজ নেওয়া, বাকি অংশ কেনা। এখন মিথ্যা কথা বলছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সিজিপিএ ৩.৯৭ পেয়ে গ্র্যাজুয়েট হলেন সাবিলা নুর

এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে তাঁর হাতে জমির কাগজ তুলে দেন। মমতা নিজেই বিএলআরও অফিসে যান। এরপর বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি দেন আইনি ব্যবস্থা নেওয়ার।

কয়েক দিন আগে তার বাবা আশুতোষ সেনের পরিবর্তে জমির লিজ হোল্ডার হিসাবে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেন অমর্ত্য সেন। এই বিষয়ে বোলপুর ভূমি ও ভূমিসংস্কার দপ্তরে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে অমর্ত্য সেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন। কিন্তু দীর্ঘ জেরার পরও এই সংকটের কোনও সমাধানে পৌঁছাতে পারেননি তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence