এবার মেক্সিকো দূতাবাস খুলছে বাংলাদেশে

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড  © সংগৃহীত

আর্জেন্টিনার পর বাংলাদেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। স্থানীয় সময় শুক্রবার (৩ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের মাঝামাঝি দূতাবাস খোলা হতে পারে।

দেশিটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড। এ সময় দূতাবাস খোলার কথা জানান তিনি। মেক্সিকোয় আগে থেকে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

মেক্সিকো সরকার বলছে, ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যার বাংলাদেশ মধ্য এশিয়া অঞ্চলের অন্যতম প্রধান দেশ। তাই বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মেক্সিকো। বিশেষ করে ওষুধ, কৃষি, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের কথা ভাবছে তারা।

গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা। বনানীর ২৩ নম্বর সড়কের একটি ভবনে দেশটির দূতাবাসের যাত্রা শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ