গিনেস বুকে ডুবুরি দম্পতির ৪ মিনিট ৬ সেকেন্ডের চুম্বন

বেথ নিল এবং মাইলস ক্লোটিয়ার
বেথ নিল এবং মাইলস ক্লোটিয়ার  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইলস ক্লোটিয়ার পানির নিচে দীর্ঘ ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে কিস করে বিশ্বরেকর্ড গড়েছেন ডুবুরি দম্পতি। দক্ষিণ আফ্রিকায় থাকেন তারা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে এ তথ্য  জানা গেছে।

বেথ এবং মাইলস এমন রেকর্ড গড়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন মালদ্বীপে যাওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই। এই দম্পতি পানির নিচের শুট করা চলচ্চিত্র নির্মাতা। তিন বছর আগে তারা এই কনসেপ্ট নিয়ে এসেছিলেন। কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তারা।

Couple celebrates Valentine's Day with underwater kiss, sets Guinness World  Record - India Today

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বেথ জানিয়েছেন, রেকর্ডের তিন দিন আগে শ্বাস দীর্ঘক্ষণ ধরে রাখতে পারছিলেন না তিনি। অনেক দিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। এমন রেকর্ড করতে পারবেন, সেটা কখনোই ভাবেননি।

আরও পড়ুন: ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ছাড়াল ৪১ হাজার

পেশাদার ডুবুরি হওয়ার পরও এমন স্টান্ট কঠিন ছিল বেথ ও মাইলসের কাছে। তবে বিশ্ব ভালোবাসা দিবসে এই রেকর্ড করতে পেরে তারা দুজনই অনেক আনন্দিত।


সর্বশেষ সংবাদ