আফগানিস্তানে মাদ্রাসায় বোমা হামলায় নিহত ১৭

  © সংগৃহীত

আফগানিস্তানের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে দেশটির সামানগান প্রদেশের রাজধানী আয়বাকের একটি মাদরাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউই ঘটনার দায় স্বীকার করেনি বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

তালেবান সরকারের প্রাদেশিক মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, পৌনে একটার দিকে শহরের কেন্দ্রে অবস্থিত জাহদিয়া মাদ্রাসায় জোহরের নামাজ পড়ার জন্য বহু ছাত্র জড়ো হয়। তখন সেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

আরেকটি সূত্র জানিয়েছে, নামাজ শেষে লোকজন যখন বের হয়ে যাচ্ছিল তখনই এই বিস্ফোরণ ঘটেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাক্কুর বিবিসিকে বলেছেন, ‘ওই মাদ্রাসায় বহু শিক্ষার্থী পড়ালেখা করে, । হামলায় ছাত্র সহ আরো বহু মানুষ আহত হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।’

তিনি  বলেন, ‘তালেবানের নিরাপত্তা বাহিনী হামলার তদন্ত করছে। অপরাধীদের চিহ্নিত করে কঠিন সাজা দেয়া হবে।’

উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের বেশ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ক্ষেত্রে বরাবরই দায় স্বীকার করেছেন আইএস।


সর্বশেষ সংবাদ