ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত তিনজনই ফুটবল খেলোয়াড়

ডেভিন চ্যান্ডলার, ডি'শন পেরি এবং লাভেল ডেভিস
ডেভিন চ্যান্ডলার, ডি'শন পেরি এবং লাভেল ডেভিস  © বিবিসি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত তিন শিক্ষার্থীই ফুটবল খেলোয়াড় ছিলেন। তারা তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ‘আমেরিকান ফুটবল’ দলের সদস্য। খবর বিবিসি

বিবিসি জানায়, ফিল্ড ট্রিপ শেষে ক্যাম্পাসে ফিরে আসা শিক্ষার্থীদের বাসে রোববার বিকেলে ওই হামলা চালানো হয়। ক্যাম্পাসের একটি পার্কিং গ্যারেজে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাসে গুলি চালায় হামলাকারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন, আহত হন আরও দুইজন।

নিহতরা হলেন, ডেভিন চ্যান্ডলার, ডি'শন পেরি এবং লাভেল ডেভিস। এ ঘটনায় এক সন্দেহভাজনকে হত্যা এবং বন্দুক ব্যবহারের অভিযোগে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডার্নেল জোনস জুনিয়র (২২)।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে চার বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার।

হামলার কারণ জানাতে না পারলেও তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্যাম্পাস পরিদর্শন করে বলেন, আমি হতবাক যে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় এমন সহিংসতার সাক্ষী হলো।

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়। র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় সেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে নানা মহলের মানুষ।


সর্বশেষ সংবাদ