মাকে হত্যার দায়ে ‘রিভারডেল’ তারকা গ্রান্থামের যাবজ্জীবন কারাদণ্ড

রায়ান গ্রান্থাম ও তার মা
রায়ান গ্রান্থাম ও তার মা   © সংগৃহীত

‘রিভারডেল’ এবং ‘ডায়েরি অফ উইম্পি কিড’ তারকা রায়ান গ্রান্থামকে তাঁর মাকে হত্যায় দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিবিসি নিউজ অনুসারে, গ্রান্থামের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যার (ইচ্ছাকৃত হত্যা কিন্তু পূর্বপরিকল্পিত নয়) অভিযোগ প্রমানিত হয়েছে। ২০২০ সালে গুলি করে নিজের মাকে হত্যা করেন ২৪ বছর বয়সী হলিউড অভিনেতা রায়ান গ্র্যানথাম। খুনের কথা ‘রিভারডেল’ খ্যাত অভিনেতা রায়ান অকপটে শিকারও করেন আদালতে। মাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

২৪ বছর বয়সি এই কানাডীয় অভিনেতা ২০২০ সালে নিজের বাড়িতেই ৬৪ বছর বয়সি মা বারবারা ওয়েটেকে হত্যা করেছেন। সিবিএস নিউজ অনুসারে, রায়ান তাঁর মা বারবারা ওয়েটকে পিয়ানো বাজানোর সময় মাথায় একটি বন্দুকের মাধ্যমে গুলি করার জন্য দোষ স্বীকার করেছেন। ১৪ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রায়ান, মিলবে না কোনো প্যারোল। 

গ্রান্থামের মামলায় সাজা শুরু হওয়ার সময় প্রাথমিকভাবে এটিও প্রতিবেদন করা হয়েছিল যে, গ্রান্থাম সম্ভবত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে হত্যা করার পরিকল্পনাও করেছিল। সেই সময়ে কমপ্লেক্স কানাডার রিপোর্ট অনুযায়ী, গ্রান্থামের ট্রুডোকে হত্যা করার পরিকল্পনা ছিল, যা পুলিশের কাছে দেওয়া বিবৃতি এবং তাঁর ব্যক্তিগত জার্নাল থেকে উদ্ধৃতাংশ- উভয়েই প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন: ‘হিজাব পরতে বা খুলতে বাধ্য করলেই প্রতিবাদ করব’

প্রাথমিকভাবে ‘প্রথম ডিগ্রি’ খুনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর গ্রান্থাম শেষ পর্যন্ত এই বছরের শুরুতে ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যার কথা স্বীকার করে গ্রান্থাম। আদালতে উপস্থাপিত প্রমাণগুলোতে গ্রান্থামের ভিডিওগুলো অন্তর্ভুক্ত করা হয়, যেখানে তিনি হত্যার কথা স্বীকার করেছিলেন। এটাও রিপোর্ট করা হয়েছিল যে গ্রান্থাম সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির কলেজে একটি গণহত্যা চালানোর কথা ভেবেছিলেন। গ্রান্থামের বোন লিসা গ্রান্থামও আদালতে সাক্ষ্য দিয়েছেন যে তাঁর ভাই একজন বিপজ্জনক ব্যক্তি।

গ্রান্থাম জেফরির চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। পরবর্তীতে ‘ডায়রি অফ এ উম্পি কিড’-এ রোডনি জেমসের ভূমিকায় দর্শক দেখেছেন তাকে। তিনি সুপারন্যাচারাল, আইজম্বি এবং ফলিং স্কাইসেও অভিনয় করেছেন।

সূত্র: পিঙ্ক ভিলা


সর্বশেষ সংবাদ