সিরিজ হেরে রেফারিকে ধুয়ে দিলেন বাংলাদেশ কোচ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩২ PM

নেপালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ নারী কাবাডি দল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারীদের ২১-১৭ পয়েন্টে হারিয়েছে নেপাল। এতে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল নামছে দল দুটি।
এশিয়ান গেমসে পদক লাভ করেছে নেপাল নারী দল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য সেখানে দল নেপালে পাঠিয়েছে কাবাডি ফেডারেশন। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয়টি তা কমিয়ে এনেছিলেন সফরকারীরা। তৃতীয় ম্যাচে জয়ের পর চতুর্থটিতে ফের পরাজয় দেখলো বাংলাদেশ। তবে আজকে হারের পর রেফারিংকে দায়ী করেছে লাল-সবুজের।
এদিকে সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দোয় শুরু থেকেই বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী মনে হয়েছিল। প্রথমেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় শ্রাবণী–বৃষ্টিরা। তবে স্বাগতিকরাও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। সে সময়ে এক পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে সমানতালে এগিয়ে যায় খেলা। ম্যাচের এক পর্যায়ে দুই দলের পয়েন্ট সমান ১৪ ছিল। এরপর বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকরা। এ সময়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে থাকে বাংলাদেশ। তবে তাতে সাড়া মেলেনি।
ম্যাচে শেষে এ নিয়ে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘বাজে রেফারিংয়ের কারণে আমরা আজ ম্যাচটা হারলাম। এরপর খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়। বারবার রেফারি ভুল করেছে। পয়েন্ট না দেওয়ার কারণে আমাদের মেয়েরা চাপে ছিল। এই চাপ দলের ওপর প্রভাব ফেলেছে। চার থেকে পাঁচটা বোনাস পয়েন্ট আমাদের দেওয়া হয়নি। দর্শকরাও মাঠ থেকে বলছিল বাংলাদেশ পয়েন্ট পায়।’