বিশেষ গণবিজ্ঞপ্তি: আইসিটি শিক্ষকদের সনদের তথ্য চায় এনটিআরসিএ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১০:৪০ PM , আপডেট: ০৩ মার্চ ২০২২, ১০:৪৫ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত আইসিটি বিষয়ের শিক্ষকদের সনদের তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১০ মার্চের এটি পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনটিআরসিএ কার্যালয় হতে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), প্রভাষক (কম্পিউটার অপারেশন), প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে আবেদন করেছেন তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় দাখিলকৃত কম্পিউটার/আইসিটি বিষয়ক সনদের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী ১০ মার্চের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এনটি আরসিএর কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ করা হলো।’
আরও পড়ুন: বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে প্রায় সাড়ে ৩ লাখ
এতে আরও বলা হয়, ‘নির্ধারিত সময়ের মধ্যে উভয় সনদের সত্যায়িত ফটোকপি ও ছকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশের জন্য প্রসেস করা হবে না।’